চাকরি হারিয়ে হতাশ নয়, কৌশলী হন

0
4

বিভিন্ন কারনে অনেক সময় আমরা আচমকাই চাকরি হারিয়ে ফেলতে পারি। সম্প্রতি করোনা মহামারির কারনে দেশ বিদেশের অনেকেই লকডাউনের কারনে অর্থনৈতিকভাবে বেশ খতিগ্রস্থ হয়েছে। কোম্পানিগুলো অর্থনৈতিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যার ফলে অনেকেই চাকরি হারিয়ে হতাশায় ভুগছেন। । আপনার চাকরি চলে যেতেই পারে, এজন্য আপনাকে হতাশ হওয়া যাবে না। চাকরি কেন গেল, তাই নিয়ে ভাবতে গেলে হতাশা আরও বেড়ে যায়। বর্তমান পরিস্থিতিতে বহু মানুষের নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই চাকরি যেতে পারে। তাই এই পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখতে হবে।

ছবিঃ সংগৃহীত

চাকরিজীবী হলে আপনাকে অবশ্যই নিজের এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। যাতে এ রকম বিপদের সময় কিছুদিন আপনার চলে যায়। এ পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজেকে প্রস্তুত করুন এখন থেকে। যাতে হঠাৎ চাকরি চলে গেলেও সেই ধাক্কা আপনি সামলে উঠতে পারেন। চাকরি হারানোর ধাক্কা কিভাবে সামলাবেন, সে বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন- মিলু মাহমুদ।

১। চাকরিজীবী হলে আপনাকে অবশ্যই নিজের এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। যাতে এরকম বিপদের সময় কিছুদিন আপনার চলে যায়। অন্তত তিন মাসের বেতনের টাকা সেই ফান্ডে রাখুন। যাতে নতুন চাকরি খুঁজে নিতে কিছুদিন সময় আপনি পান।

২। কোম্পানির করে দেয়া স্বাস্থ্যবীমার বাইরেও নিজের ব্যক্তিগত স্বাস্থ্যবীমা অবশ্যই রাখুন। কর্পোরেট ইন্স্যুরেন্সের সুবিধা চাকরি চলে গেলেই আর থাকবে না। চাকরিহীন অবস্থায় আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার খরচ বহন করা মুশকিল হবে।



৩। আপনার নিয়োগ ও অফিসের অন্যান্য কাগজপত্রও সবকিছু আপডেট রাখুন। যে কোনো কোম্পানি কাউকে নিয়োগ করার আগে আগের চাকরির কাগজপত্র দেখতে চাইতে পারে। প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত করে রাখুন আপনার হাতের কাছে ।

৪। আপনার রেজিউমে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত করে রাখুন। হার্ড ও সফট কপি দুটোই প্রস্তুত রাখুন। এ ছাড়া কোথায় এবং কার কাছে চাকরির জন্য আবেদন করতে পারেন, সে সব তালিকাও আপডেট করে রাখুন।



৫। চাকরি গেলে কোম্পানি থেকে আপনার প্রাপ্য টাকা-পয়সা সব বুঝে নেবেন। অনেক কোম্পানিই এই সময় সব টাকা নাও মেটাতে চাইতে পারে।

৬। কোনো কোম্পানি অদূর ভবিষ্যতে নিয়োগ করবে কিনা, সেই বিষয়ে খোঁজ খবর রাখুন। প্রয়োজনে অন্যত্র যেতে হলে দ্বিধা করবেন না। সব রকম পরিবর্তনের জন্য নিজেকে মানসিকভাবে তৈরি রাখুন।

৭। বাড়িতে অবসর সময়টা কাজে লাগান, সময় নষ্ট না করে কোনো অনলাইনে কোর্স করে নিন। যাতে চাকরির বাজারে আপনার গ্রহণযোগ্যতা বাড়ে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here