৪৩তম বিসিএস প্রিলির সম্ভাব্য তারিখ জানালো পিএসসি

0
12

৪৩তম বিসিএসের প্রিলির দিন ধার্য করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) । পিএসসির বিশেষ সভায় আজ বুধবার এটি নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত একজন পিএসসির সদস্য সংবাদ মাধ্যমকে বলেন, আগামী ৬ই আগস্ট অনুষ্ঠিত হবে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি ।

অনলাইনের ৪৩তম বিসিএসের আবেদন ৩০ ডিসেম্বরে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি পর্যন্ত।




৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন (ইউজিসি)। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here