২২ দিনের সন্তান কোলে নিয়ে করোনার মাঝেই কাজে যোগ দিলেন কমিশনার।

0
13

করোনা প্রাদুর্ভাবের মাঝেও সব বাধা অতিক্রম করে দায়িত্বশীলতার এক অনন্য দৃস্টান্ত গড়লেন এক নারী কমিশনার। মাত্র ২২ দিনের সন্তানকে কোলে নিয়ে কাজে যোগ দিয়েছেন তিনি।



ওই নারী কমিশনাররে নাম জি শ্রীজন। তিনি ভারতের বিশাখাপত্তনম পৌরসভার কমিশনার।খবর আনন্দবাজারের।

সন্তানের জন্মের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তিনি নিজের অফিসে দায়িত্ব পালন করে গেছেন। এরপর হাসপাতালে ভর্তি হয়ে সন্তানের জন্ম দেন। এর পরপরই দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা দেওয়া হয়।



দেশটির সরকারি কর্মকর্তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছেন করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য।এমতাবস্থায় ঘরে বসে থাকতে পারেননি জি শ্রীজনও। তার দায়িত্ববোধ তাকে টেনে এনেছে কর্মস্থলে।পুত্রসন্তানের জন্মের মাত্র ২২ দিনের মাথায় আবার নিজের অফিসে এসে কাজে যোগ দিয়েছেন তিনি।সন্তান কোলে নিয়েই অফিস করে যাচ্ছেন এই নারী কমিশনার।



এত ছোট শিশুকে নিয়ে কাজ করাটা অনেক সমস্যার। তাই তিনি ঠিক করেছেন, ঘণ্টা চারেক পর বাসায় গিয়ে সন্তানকে খাইয়ে আসবেন। আর বাকি সময়টা তার স্বামী ও মা তার সন্তানের দেখভাল করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here