বাসভাড়া ৬০ শতাংশ বাড়বে

0
2

আবারও গন পরিবহনের ভাড়া বাড়ানো হচ্ছে। আগামীকাল বুধবার থেকে সারা দেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বেড়ে যাচ্ছে।

ছবিঃ সংগৃহীত

দেশে করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় বাস-মিনিবাসে অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনার পর বাসমালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হচ্ছে । সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে বলেছেন, আগামী দুই সপ্তাহের জন্য এ সিদ্ধান্ত বহাল থাকবে।



গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর সিদ্ধান্ত দিয়েছিল সরকার। তখনো বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল এবং দুই মাস সেই বর্ধিত ভাড়ায় গণপরিবহন চলেছিল।



এই বছরের মার্চ থেকে আবার সংক্রমণ বাড়তে থাকায় সরকার গতকাল ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে । এতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন না করার নির্দেশনা রয়েছে। আপাতত দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে, এমনটাই সরকারি নির্দেশনায় বলা হয়েছে। বিআরটিএর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠকে বাস ও মিনিবাসে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও বাসে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার।

SHARE
Previous articleমোহাম্মদ আশরাফুল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here