করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারনে ৩০ মার্চ খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

0
0

আবারও পেছানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ । শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩০ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত খুলছে না স্কুল কলেজ।

ছবিঃ সংগৃহীত

করোনা সংক্রমণ ও এতে মৃত্যু বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৩০ মার্চ এর পরিবর্তে ঈদের পর খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।



শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান , আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি থাকলেও বর্তমানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি পুনরায় বিবেচনা করা হচ্ছে ।



এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন । কিন্তু পরবর্তীতে আবার করোনা সংক্রমণ ও এতে মৃত্যু বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় পেছানো হতে পারে, এমনটা ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

SHARE
Previous articleবীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here