করোনা-পরীক্ষা কখন করবেন ? ডা: দেবি শেঠি কি বলেন?

0
568

বিশিষ্ট চিকিৎসক ডা: দেবি শেঠি জানিয়েছেন, ‘যদি কারোর  সর্দি থাকে, প্রথমে নিজেকে আইসোলেট করে লক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। প্রথম দিন শুধু ক্লান্তি আসবে। তৃতীয় দিন হালকা জ্বর অনুভব হবে।সঙ্গে কাশি ও গলায় সমস্যা হবে। পঞ্চম দিন পর্যন্ত মাথা যন্ত্রণা। পেটের সমস্যাও হতে পারে। ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথা যন্ত্রণা কমতে থাকবে। তবে ডায়েরিয়ার লক্ষণ দেখা দিতে পারে। পেটের সমস্যা থেকে যাবে। এবার খুবই গুরুত্বপূর্ণ। অষ্টম ও নবম দিনে সব লক্ষণই চলে যাবে। তবে সর্দির প্রভাব বাড়তে থাকে। এর অর্থ আপনার প্রতিরোধক্ষমতা বেড়েছে এবং আপনার করোনা-আশঙ্কার প্রয়োজন নেই।




তবে কি করোনা-পরীক্ষার প্রয়োজন নেই? চিকিৎসকের উত্তর, ‘এমন সময়ে আপনার করোনা-পরীক্ষার প্রয়োজন নেই। কারণ আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। যদি অষ্টম বা নবম দিনে আপনার শরীর আরও খারাপ হয়, করোনা-হেল্পলাইনে ফোন করে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন।’

 তাই জ্বর হওয়ার দ্বিতীয় বা তৃতীয় দিনেই প্রত্যেকেরই করোনা-পরীক্ষার প্রয়োজন নেই। এতে আরও বড় সমস্যা হবে।’

ড. শেট্টি জানিয়েছেন  ‘আমার পরামর্শ হল, জ্বর হলেই করোনার পরীক্ষা নয়। আগে অপেক্ষা করে উপসর্গ পর্যবেক্ষণ করুন। খারাপ হলে নিজেকে পরীক্ষা করিয়ে নিন। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।




আরও পড়ুন 

করোনায়  আক্রান্ত  হলে কখন শ্বাস কষ্ট হয় …বিস্তারিত পড়ুন

উদ্বেগের বিষয় করোনার নতুন উপসর্গ; রক্ত জমছে কিডনি-ফুসফুসে, বাড়ছে স্ট্রোক…বিস্তারিত পড়ুন

করোনা থেকে যেভাবে সুস্থ হলেন দুদক পরিচালক পরিবারের সবাই 

…….বিস্তারিত পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here