করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু, স্ত্রী, সন্তান আইসোলেশনে ৤

0
9

নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রশাসন বিভাগের পরিচালক সোমবার সকালে রাজধানীর কুয়েত-মৈত্রী হ্সপাতালে মারা গেছেন।

রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি বলেন, করনায় আক্রান্ত হওয়ায় গত কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোররাত ২টার পর তার রক্তচাপ কমতে শুরু করে। অতপর সকাল সাড়ে ৭টার দিকে চিকৎসাধীন অবস্থায় তিনি  মারা যান।

তার আক্রান্ত হওয়ার উৎস সম্পর্কে কিছুই জানা যায়নি উল্লেখ করে ডা. শিহাব বলেন, ‘আমরা দুদক মহাপরিচালককে বিষয়টি জানিয়েছি। কেউই কিছু বলতে পারেননি তিনি কীভাবে আক্রান্ত হয়েছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মৃত পরিচালকের স্ত্রী ও সন্তানদের আইসোলেশনে রাখা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here