করোনা থেকে মুক্তির লক্ষে মদ্যপানে মৃত্যু ৬০০ জনের

0
15

মারণ ভাইরাস করোনা ( কোভিড-১৯)থেকে মুক্তি খুঁজছে সারা বিশ্ব। কিন্তু অজ্ঞতার কারনে করোনা থেকে মুক্তি পেতে ইরানে মদ পান  করে প্রাণহানি ঘটল ৬০০ জনের। হাসপাতালে ভর্তি প্রায় ৩০০০ জন। মধ্যপ্রাচের দেশগুলির মধ্যে ইরানে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এই করোনাভাইরাস।




অ্যালকোহলে মুক্তি মিলতে পারে করোনা থেকে। এই বিশ্বাসেই উচ্চ ঘনত্বযুক্ত অ্যালকোহল পান করেন কয়েক হাজার মানুষ। ফলে প্রাণ গেছে ৬০০ জনের। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও তিন হাজার জন।

গতকাল ৭ই এপ্রিল (মঙ্গলবার ) এমনটাই জানিয়েছেন ইরানের জুডিসিয়াল প্রবক্তা গোলাম হোসেন ইসমাইলি। তিনি বলেন, ‘সংখ্যাটি খুব বেশি এবং আমাদের প্রত্যাশার বাইরে। অ্যালকোহল সেবনে নিরাময় নয়, এটা মারাত্মক হতে পারে।




তিনি আরও জানান, ‘এর সঙ্গে জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে৷ এতগুলো মানুষের মৃত্যু ও অপরাধমূলক কাজের জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here