মুন্না ভাই এমবিবিএস ছবির নায়ক সঞ্জয় এক হাজার পরিবারের খাবার দিচ্ছেন।

0
14

মহামারি করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত এক হাজার দুস্থ পরিবারের খাবারের ব্যবস্থা করছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। মহামারিতে দুস্থ মানুষদের সাহায্যে ভারত সরকারের সঙ্গে যখন একাত্মহচ্ছেন বলিউডের মোটা আয়ের তারকারা, তখন সঞ্জয় দত্ত একাই এতগুলো পরিবারের দায়িত্ব নিলেন।



সম্প্রতি টুইটারে এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি লিখেছেন, ‘দেশজুড়ে ভয়াবহ সংকট যে যেভাবে পারছেন, সবাইকে সহযোগিতা করছেন, এমনকি বাড়িতে অবস্থান করেও, সামাজিক দূরত্ব বজায় রেখেও সেটা করছেন সবাই। আমি আমার সাধ্য মতো যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছি।’




এক হাজার পরিবারের দুই বেলা খাবারের ব্যবস্থা করার পাশাপাশি সঞ্জয় দত্ত যুক্ত হয়েছেন একটি দাতব্য সংস্থার সঙ্গে। বরিভালি ও বান্দ্রায় বসবাসরত পরিবারের জন্য সঞ্জয়ের সাহায্যের অর্থ ব্যয় হবে।ওই সাহায্য সংস্থা প্রসঙ্গে সঞ্জয় জানিয়েছেন, ‘সাওয়ারকার নামের ওই সংস্থাটি ভালো কাজ করে। দুস্থদের সাহায্য করার সময় প্রথমেই তাদের কথা মনে পড়ে আমার। আমরা একে অন্যকে সাহায্য সহযোগিতার করার মধ্য দিয়েই এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব।’



শুধু দুস্থদের ত্রাণ নয়, মহামারির এই দুর্দিনে ভক্তদের জন্য ভালো কিছু পরামর্শও দিয়েছেন সঞ্জয়। টুইটবার্তায় ভক্তদের উদ্দেশে সঞ্জয় বলেন, ‘এই সময়টা সবাইকে শারীরিকভাবে ফিট থাকতে হবে,সেজন্য ভালো খান, শরীরের যত্ন নিন, ব্যায়াম করুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here