জাপানে ৪ লাখের বেশি মানুষের প্রানহানী ঘটতে পারে।

0
11

জাপানে করোনা সংক্রমণ মোকাবেলায় শিগগিরই কার্যকর পদক্ষেপ না নিলে ৪ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। দেশটির কোভিড-১৯ সংক্রান্ত টাস্ক ফোর্স এমন হুশিয়ারি দিয়েছে।বুধবার এক সংবাদ সম্মেলনে টাস্ক ফোর্সের সদস্য এবং হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি নিশিওরা এ তথ্য জানান।



তিনি বলেন, ‘সরকার জনগণের মধ্যে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারলে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ কোন ভাবেই রোধ করা যাবে না। আমরা চাই না মানুষ এভাবে মারা যাক। যদি এখনই সাবধান না হই, তাহলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।’ খবর দ্য মেইনিচি ও জাপান টাইমসের।



জাপানে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা অন্য দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় করোনাভাইরাস ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। দেশটির মোট জনসংখ্যার ২৬ দশমিক ৭ শতাংশেরই বয়স ৬৫ বছরের বেশি।



শতবর্ষী আছেন ৭১ হাজারের উপরে। সংক্রমণ মোকাবেলায় ৮ এপ্রিল থেকে টোকিও, ওসাকাসহ জাপানের ৭টি প্রদেশে জরুরি অবস্থা জারি হলেও বাস ও রেলস্টেশনে ভিড় কমেনি। চলছে অফিস-আদালতও।



সরকার প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার অনুরোধ করলেও জাপানের আইনে জরুরি অবস্থা না মানার কোন শাস্তির বিধান না থাকায় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে ছেদ পড়েনি।



টাস্ক ফোর্সের সতর্কবার্তার পর বুধবার সরকার দেশটির জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। মানুষে মানুষে যোগাযোগ ৭০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে জনগণের সহায়তাও চেয়েছে তারা।



জাপানে এখন পর্যন্ত ৮ হাজার ৮০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুও হয়েছে প্রায় ২০০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here