করোনা ইউনিটের জন্য বুধবার বিকাল থেকে ঢামেকের বার্ন ইউনিট থেকে সব দগ্ধ রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করা হচ্ছে।
ঢামেকের বার্ন ইউনিটটি ৩০০ শয্যা বিশিষ্ট হলেও এতে রোগী থাকতো ৪০০ থেকে ৪৫০জন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, করোনা সন্দেহভাজন রোগীদের প্রথমে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রেখে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় পজিটিভ পেলে সে অনুযায়ী রোগীর ব্যবস্থা নেয়া হবে। আশা করি দুই-তিনদিনের মধ্যে সব রোগী স্থানান্তর করা শেষ হবে।
তিনি জানান, অ্যাম্বুলেন্স যোগে ঢামেক বার্ন ইউনিট থেকে রোগী স্থানান্তর করা হচ্ছে।সকল রোগী স্থানান্তর করার পর তৈরি হবে ঢামেক হাসপাতালের করোনা ইউনিট।