বোতাম চাপলেই এটিএম থেকে টাকা না বেরিয়ে বের হচ্ছে চাল। গল্প নয়, একেবারেই সত্যি। এমন দৃশ্য দেখা যাচ্ছে ভিয়েতনামে। করোনা মহামারীতে দেশটিতে এখনও কেউ মারা যায়নি। মহামারী এ ভাইরাস যেন কোনোভাবে না ছড়াতে পারে, সেজন্যই গরিব মানুষের জন্য এই উদ্যোগ।
অভিনব এই উদ্যোগে সহায়তা করছে ভিয়েতনামের ব্যবসায়ী ও দাতারা। করোনা পরিস্থিতিতে এসব এটিএম থেকে উপার্জনহীন মানুষগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় চাল নিতে পারবেন। আর এ চাল পেতে প্রত্যেককে দুটো শর্ত পালন করতে হয়। এক. প্রত্যেককে থেকে ছয় ফিট দুরুত্বে দাঁড়াতে হয়। দুই. এটিএম থেকে চাল নেয়ার সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়। সিএনএন