আরো দুই দপা আঘাত হানবে করোনা, বিশ্বকে তৈরি থাকতে হবে – WHO

0
19

প্রাণঘাতী করোনাভাইরাসের অরো দুই দপা ধাক্কা সামাল দেওয়া জন্য গোটা বিশ্বকে প্রস্তুত থাকতে হবে বলে হুশিয়ারী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও।



ইউরোপের ডাব্লিউ এইচওর প্রধান বলছেন ইউরোপে করোনার ইতিবাচক লক্ষণ থাকা সত্ত্বেও তা চূড়ান্ত ধাপ অতিক্রম করেছে। করোনার খুব সহসাই পৃথিবী থেকে বিদায় নেবে না । পুনরায় নতুন রুপে ফিরে আসবে। ডাব্লিউ এইচওর প্রেস ব্রিফিং এ তিনি বলেন,বিভিন্ন দেশ করোনা রোগীদের যে স্বাস্থ্য পদ্ধতি অনুসরণ করছে তা তেমন ফলপ্রসু হবেনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের ট্রায়ালের পর এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



সংস্থাটি বলছে,স্বাস্থ্যই সত্য, স্বাস্থ্য রাজনৈতিক এজেন্ডার উর্ধে থাকার যোগ্য। স্বাস্থ্যই অর্থনীতির চালিকাশক্তি। স্বাস্থ্য ছাড়া অর্থনীতি অচল, সেই সাথে অচল জাতীয় নিরাপত্তা। এর জের ধরে ভবিষ্যৎ এ পুনরায় করোনা সৃষ্ট ধাক্কার জন্য প্রস্তুত  থাকার হুশিয়ারী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয়বারের মত করোনার ধাক্কা সামাল দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here