অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়

0
5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। পুনরায় ক্লাশ ও পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩ দিন পূর্বে বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হবে।



বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ৩ দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে।



বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।



এই ছুটিকালীন সময় শিক্ষার্থীদের আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করতে বলা হয়েছে। শিক্ষার্থীদর নিজ উদ্যোগে নিজের পাঠক্রম ও সামগ্রিক বিষয় অধ্যয়ন চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসরে হলেও শরীর চর্চার বিষয়ে যত্নশীল থাকার পরামর্শ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here