তারাবিহ সহ মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ার অনুমতি

0
12

নির্দিষ্ট শর্তে দেশের সব মসজিদ খুলে দেয়া হচ্ছে। আগামীকাল ৭ই মে(বৃহস্পতিবার) জোহরের নামাজের পর থেকে রাজধানীসহ সারাদেশে মসজিদগুলোতে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে জামাতে নামাজ ও তারাবিহ পড়া যাবে বলে জানিয়েছেন ধর্ম সচিব নুরুল ইসলাম।



ধর্ম সচিব জানান, বৃহস্পতিবার থেকে দেশের সকল মসজিদে তারাবিহ’র সহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন ধর্মপ্রান মুসলমানরা। মুসল্লিদের নামাজ আদায়ে এক সারি পর পর একজন থেকে অপরজনের দূরত্ব হতে হবে কমপক্ষে তিন ফুট।



অপরদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে সারাদেশের ধর্মপ্রান মুসলমানরা মসজিদে নামাজ আদায় করতে পাবেন। তবে মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলাসহ ধর্ম মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কিছু শর্তাবলী থাকবে। এসব শর্তাবলীর কথা সারাদেশের মসজিদ পরিচালনা কমিটিকে জানিয়ে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here