করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশের লক্ষণ প্রকাশ পাচ্ছে না

0
13

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, তিন লাখ ৩৬ হাজার আটশ ৮০ জন মার্কিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে নয় হাজার ছয়শ আঠার জন ইতমধ্যে মারা গেছেন এবং গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে আট হাজার সাতশ দুইজন।



সিডিসি বলছে, তিনভাবে করোনা রোগী চিহ্নিত করা হচ্ছে। যেসব স্থানে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, ঐসকল স্থানের লোকদের রক্তের নমুনা পরীক্ষা করে, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষদের রক্তের নমুনা নিয়ে এবং বিশেষভাবে চিকিৎসাকর্মীদের প্রাধান্য দিয়ে রোগ নির্ণয় চলছে।

সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশন (সিডিসি’র) বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্ত হলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না। কমপক্ষে শতকরা ৮০ ভাগ মানুষের শরীরে করোনাভাইরাস থাকা সত্ত্বেও কোন লক্ষণ প্রকাশ পাচ্ছে না। বাকীরা হালকা, মাঝারি বা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। মূলত তারাই মারা যাচ্ছেন ।



ডায়মন্ড পিন্সেস যাত্রাবাহী জাহাজে যারা করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের বেশিরভাগেরই শরীরে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায়নি। অথচ, ঐ জাহাজে প্রায় ২০ শতাংশ যাত্রীকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here