করো’নার নতুন লক্ষণ শি’শু ও কি’শোরদের মধ্যে দেখা দিচ্ছে ।

0
13

করো’নাভাই’রাস সংক্রমণের নতুন এক উপসর্গ হিসেবে পায়ে ক্ষত ও র‌্যাশ হওয়াকে চিহ্নিত করেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।



করো’না সংক্রমণের লক্ষণ হিসেবে পায়ে অথবা পায়ের আঙ্গুলের উপর চিকেনপক্সের মতো ক্ষত তৈরি হতে পারে বলে জানিয়েছেন স্পেনের ডাক্তাররাও।



তারা জানান,ইতালির এক করো’না আ’ক্রান্ত শি’শুর পায়ে প্রথম এমন উপসর্গ দেখা দেয়। তবে এখন পর্যন্ত এটি শুধু শি’শু ও কি’শোরদের মাঝেই উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে বলেও জানান তারা।



চিকিৎসকরা এটাও জানান , ইতালিতে প্রতি পাঁচজন করো’না আ’ক্রান্তের একজনের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে।



স্পেনের পোডিয়াট্রিস্ট এবং চর্ম’রোগ বিশেষজ্ঞের মতে শি’শু এবং কি’শোর-কি’শোরীদের মধ্যে এই উপসর্গ ক্রমশ শনাক্ত করা হচ্ছে।



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here