করোনাভাইরাসে রাজধানীর যে কয়েকটি এলাকা ‘রেড জোন’ আছে

0
18

করোনাভাইরাসের ‘রেড জোন’ হিসেবে রাজধানী ঢাকার ১৬ এলাকাকে চিহ্নিত করা হয়েছে। আইইডিসিআর তথ্য অনুযায়ী, ঢাকার ওই ১৬ এলাকা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে আছে। এসব এলাকা লকডাউন করে রেখেছে প্রশাসন। এসব এলাকায় ইতোমধ্যে ১০ জনেরও অধিক রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

রাজধানীর করোনার রেড জোন হিসেবে ১৬টি এলাকা ১ম নারায়ণগঞ্জের পরেই ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ । তাই আইইডিসিআর নাগরিকদের লকডাউন মেনে ঘরে থাকার আহ্বান জানিয়েছে ।




সরকারের এই প্রতিষ্ঠান আইইইডিসিআরের তথ্য অনুযায়ী, রাজধানীতে ১০ জনের বেশী করোনা আক্রান্তের মধ্যে ধানমন্ডিতে ১৮,  মোহাম্মদপুরে ২০, লালবাগে ১৮, টোলারবাগে ১৯, যাত্রাবাড়ীতে ১৯, , বাসাবোতে ১৪, উত্তরায় ১৭, তেজগাঁওয়ে ১৬, ওয়ারীতে ২৬,  গেন্ডারিয়ায় ১৩, মগবাজারে ১০, মহাখালীতে ১০, মিরপুর১১-১১, মিরপুর১২- ১০, গ্রিনরোড-১০ ও বাবুবাজারে ১১ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত আছেন।

এছাড়া বনানী, গুলশান, বাড্ডা, আজিমপুর, আদাবর, নাখালপাড়া, রাজারবাগ, ঝিগাতলাসহ রাজধানীর ৯৮টি এলাকায় ৫১৮ জন  রোগী করোনাভাইরাসে আক্রান্ত আছেন। যা বাংলাদেশের মোট রোগীর ৪৫ শতাংশের বেশি আছে ।




 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here